শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৪
আমরা কখনোই তোমাদের ভুলে যাই না

ইমাম মাহদী (আ.ফা.) তাঁর প্রিয় অনুসারীদের উদ্দেশে প্রদত্ত এক স্নেহময় ও আশাব্যঞ্জক তাওকীতে আশ্বাস দিয়েছেন যে, তিনি সর্বদা তাঁদের খেয়াল রাখেন এবং কখনো ভুলে যান না। এ বাণী আজও শিয়া উম্মাহর জন্য এক মহান ভরসা ও শক্তির উৎস।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম মাহদী (আ.ফা.) বলেন,

إنّا غَیْرُ مُهْمِلینَ لِمُراعاتِکُمْ، وَ لا ناسِینَ لِذِکْرِکُمْ، وَلَوْلا ذلِک لَنَزَلَ بِکُمُ الْلأواءُ وَاصْطَلَمَکُمُ الأعْداءُ، فَاتَّقُوا اللّهَ جَلَّ جَلالُهُ

“নিশ্চয়ই আমরা তোমাদের দেখভালে কোনো অবহেলা করি না এবং তোমাদের স্মরণ করতেও ভুলি না। যদি তা না হতো, তবে দুঃখ-দুর্দশা, কঠিন বিপদ-আপদ তোমাদের উপর নেমে আসত এবং শত্রুরা তোমাদের সম্পূর্ণরুপে ধ্বংস করে দিত। সুতরাং, মহান ও মহিমাময় আল্লাহর তাকওয়া অবলম্বন করো।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃষ্ঠা ১৭৫]

এই হাদীস আমাদের মনে করিয়ে দেয় যে, গায়বতের যুগেও ইমাম মাহদী (আ.ফা.) তাঁর অনুসারীদের প্রতি সদা সজাগ ও সহানুভূতিশীল। আমাদের কর্তব্য হলো আল্লাহর তাকওয়া অবলম্বন করে দৃঢ় বিশ্বাস ও সৎকর্মের মাধ্যমে ইমামের প্রতি আনুগত্য প্রকাশ করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha